Jaijaidin

অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করুন : র‍‍্যাব সদস্যদের স্বরাষ্ট্র উপদেষ্টা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

অতীত ভুলে এলিট ফোর্স র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍‍্যাব) সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় হেডকোয়ার্টারে র‍‍্যাব ফোর্সেসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

র‍‍্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার ও পুনর্গঠনে কাজ করছে।

আশা করি, জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‍্যাবকে যখন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে, বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে বাহিনীটির বিরুদ্ধে গুম, খুনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা গত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই র‍্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *