যাযাদি ডেস্ক
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পুরস্কার পেলেন ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে সরকারের এই পুরস্কার পেয়েছেন তিনি।
শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে হ্যাকাথন বিজয়ী পাঁচটি দল ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী চারটি দল, তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনটিসহ মোট ১০টি পুরস্কার দেওয়া হয়।
ব্যক্তিশ্রেণিতে পুরস্কারপ্রাপ্ত তিনজন হলেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার এ মামুন এবং ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক।
ইমদাদুল হক দুই যুগের সময় ধরে আইসিটি সাংবাদিকতায় সম্পৃক্ত। তিনি আইসিটি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্য। দেশের পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যও তিনি। এছাড়া ইমদাদুল সাইবার ক্রাইম অ্যাওয়ার্নেস ফাউন্ডেশনের (সিক্যাফ) সহ-প্রতিষ্ঠাতা।