Jaijaidin

আড়াইহাজারে ইউপি সদস্যসহ তিনজনকে আটক করে নির্যাতন, ৮টি গরু লুট

Shah Alam Soulav
2 Min Read

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একজন ইউপি সদস্য সহ তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে আটক করে অকথ্য নির্যাতন চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকার দিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ করছে, কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

জানা যায়, জোকারদিয়া এলাকার একাধিক ডাকাতি মামলার আসামি এবং চিহ্নিত ডাকাত সফু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে এবং চোর ডাকাতদের নেতৃত্ব দিয়ে আসছে। তাকে কেউ পুলিশে ধরিয়ে দিতে পারে অথবা এলাকাবাসী গণপিটুনি দিতে পারে এমন আশঙ্কায় বুধবার রাতে ডাকাত সফু তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জয়নাল, এবং কামালের বাড়িতে হামলা করে। হামলাকারীরা জয়নালের দুটি, কামালের দুটি এবং জামালের চারটি গরু লুটপাট করে নিয়ে যায় এবং তাদের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা জোকার দিয়া গ্রামের ইউপি সদস্য সাত্তার, শাহাদাত ও বাবুলকে তুলে নিয়ে সফুর  বাড়িতে আটক করে অমানুষিক  নির্যাতন করে। সফু ও তার লোকজন লুট করা গরু গুলো মরদাসাদী গ্রামে নিয়ে দুটি গরু জবাই করে ভুরি ভোজ করে।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাত সফু ও তার দলবল আবারো গ্রামে হামলা করতে পারে এই আশঙ্কায় নিরীহ লোকজন কাজকর্ম ছেড়ে দিয়েছে। আহতদেরকে পঙ্গু হাসপাতাল সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে এলাকাবাসী জানায়।

এ ব্যাপারে আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *