Jaijaidin

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গর্জন সমাজকল্যাণ সংস্থার মানববন্ধন ও নৌকা রেলি অনুষ্ঠিত

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গর্জন সমাজকল্যাণ সংস্থা-এর উদ্যোগে ১৪ মার্চ ২০২৫, শুক্রবার মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন তুরাগ নদীর পাড়ে এক মানববন্ধন ও নৌকা রেলি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নদী রক্ষা, দূষণমুক্ত পরিবেশ এবং টেকসই জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বানে এই কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা, পরিবেশবাদী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনটি বিকেল ৪ টায় শুরু হয়, যেখানে অংশগ্রহণকারীরা নদীর দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।

নদী দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি করা আমাদের পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত জরুরি। প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নদীতে ফেলার ফলে জলজ প্রাণী ও উদ্ভিদের জীবনহানি ঘটে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, এবং পানির মান মারাত্মকভাবে নষ্ট হয়। এজন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা দরকার—যেমন নদীর তীরে আবর্জনা ফেলা বন্ধ করা, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করা, এবং স্থানীয় কমিউনিটির উদ্যোগে নদী পরিষ্কার অভিযানে অংশ নেওয়া। স্কুল, কলেজ, ও সামাজিক সংগঠনগুলো সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে মানুষের মধ্যে দায়িত্ববোধ জাগাতে পারে। সবাই মিলে সচেষ্ট হলে আমরা দূষণমুক্ত নদী নিশ্চিত করতে পারব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশুদ্ধ পরিবেশ গড়ে তুলবে।

পরে তুরাগ নদীতে নৌকা রেলি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নদী রক্ষায় সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন।

গর্জন সমাজকল্যাণ সংস্থার সভাপতি বলেন, “নদী আমাদের প্রাণ। নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে আমরা টিকে থাকব। এই আয়োজনের মাধ্যমে আমরা জনগণের মাঝে নদী রক্ষার গুরুত্ব ছড়িয়ে দিতে চেয়েছি।”

অনুষ্ঠানে বক্তারা নদী রক্ষায় আরও কার্যকর সরকারি উদ্যোগ, কড়া নজরদারি এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন।

আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জনাব মামুনুর রহমান খলিলী, সহ-সভাপতি সরকারের যুগ্ম সচিব জনাব আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান , সহ-সভাপতি অধ্যক্ষা রফিকা আফরোজ, সম্মানিত কোষাধ্যক্ষ প্রিন্সিপাল লুৎফুন্নেসা শিরিন, সাধারণ সম্পাদক সানজিদা রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারজানা উর্মি, সম্মানিত সদস্য বিধায়ক ভৌমিক, মঈনুল ইসলাম, প্রিন্সিপাল ইবানা ইসরাত, শিক্ষার্থী মাইশা তাসনিম সহ আরো অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী বৃন্দ।

অনুষ্ঠান শেষে গর্জন সমাজকল্যাণ সংস্থা নদী সংরক্ষণে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *