Jaijaidin

আন্তর্জাতিক মানের নির্বাচন চায় ইইউ

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এমন নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দিতে চেয়েছে ইইউ।

রোববার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও মিশন প্রধান মাইকেল মিলারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠক করেন।

বৈঠক শেষে সিইসি বলেন, উনারা মূলত জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কী আছে। আমরা যা যা করছি, তাদের জানিয়েছি। নির্বাচন সামনে রেখে প্রস্তুতির সব কিছু জানিয়েছি। তারা জানতে চেয়েছিলেন ভোটের বাজেট কত? টাকা পয়সা ঠিকমতো আছে কি না? অসুবিধা কোনো রকম আছে কি না? আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নাই। সরকারের কাছে বাজেট চেয়েছি। তবে উনারা আমাদের সাহায্য করতে চান। আমাদের কী প্রয়োজন সেটা জানতে চান। আমরা বলেছি ইউএনডিপি এরই মধ্যে একটা নিড এসেসমেন্ট করেছে। একটা টিম পাঠিয়েছিল তারা। তারা সব সহায়তা দিতে প্রস্তুত। বাংলাদেশ উন্নয়নে সহায়তা করতে চায়। তারা আগামী মাসে একটা কর্মশালা করবেন। সেখানে সিভিল সোসাইটি থাকবে। আমদের পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছেন।

সিইসি বলেন, ইইউ আন্তর্জাতিক মানের একটা নির্বাচন চায়। আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের দ্বিমত নাই। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান, যেটা আমাদেরও ওয়াদা। এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা কাজ করবো, এটাতো আমরা ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। এমন কোনো দিন আছে যে আমাদের কেউ কথা বলছে না আপনাদের সঙ্গে? এটা আসলে কী বোঝায়? আমরা কোনো লুকিয়ে ছাপিয়ে করছি না। আশা করছি সবার সহোযিগতা নিয়ে কাজ করতে পারবো।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে যা হয়েছে ভুলে যান। এটা বর্তমান। দয়া করে কনফাইন টু দি কারেন্ট সিচুয়েশন। সবাই যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ।

TAGGED:
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *