Jaijaidin

আমাকে স্টোররুমে আটকে রাখা হতো : দীপিকা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

দীপিকা পাড়ুকোন ক্যারিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। অল্প কিছুদিন হলো, কোলে সন্তান এসেছে তার; এখন অভিনেত্রীর সময় কাটছে মাতৃত্ব নিয়ে। এমন সময় দীপিকার ছোটবেলার একটি স্মৃতি নিয়ে বেশ আলোচনা।

মাঝে মাঝেই ছোটবেলার নানা ঘটনা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন দীপিকা পাড়ুকোন।

কখনো সাক্ষাৎকারের মাধ্যমে, আবার কখনো কোনো শো-তে এসে। একবার কাপিল শর্মার শো-তে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, তাকে বেশ কড়া শাসনের মধ্যে রাখতেন বাবা-মা। দুষ্টুমি করলে মিলত শাস্তি।
দীপিকা বলেন, ‘আমরা যে ফ্ল্যাটে থাকতাম আর আগে সেখানে একটা বড় রান্নাঘর ছিল, একটা স্টোররুমও ছিল সেটার সঙ্গে।

যখনই আমি দুষ্টুমি করতাম, বা অসভ্যতা করতাম বাবা-মায়ের সঙ্গে কিংবা হোমওয়ার্ক করতাম না, তখন আমাকে ওই স্টোররুমে আটকে রাখা হতো। ওই ঘরের সুইচ বাইরে ছিল। বাবা আমায় ওখানে ঢুকিয়ে বাইরে দিয়ে আলো নিভিয়ে দিত।’

দীপিকা একই সঙ্গে জানিয়েছেন, তার ব্যক্তিজীবন থেকে কর্মজীবন— সর্বত্রই তার বাবার অবদান বিশাল।

অভিনেত্রী বাবার বিষয়ে কথা বলতে গিয়ে আবুধাবির একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমার বাবা সব সময় আমায় বলেছেন যা খুশি করো, মানুষ তোমায় মনে রাখবে তুমি কেমন মানুষ সেটার জন্য। আমি তাই সেটাই মনে রেখে চলার চেষ্টা করি।’

গত বছর দীপিকার কোলে আসে তাদের প্রথম কন্যাসন্তান দুয়া। তবে এখনো মেয়ের মুখ দেখাননি দীপিকা-রণবীর দম্পতি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *