Jaijaidin

ইশরাককে শপথ না পড়ালে চলমান আন্দোলন অন্য রূপ নেবে : সালাহউদ্দিন

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ-কালকের মধ্যে প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে যে আন্দোলন চলছে, তা অন্যভাবে রূপ নেবে।

সোমবার (১৯ মে) বিকেলে সিলেট নগরের বালুচরে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকার রাজপথ, নগর ভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা। আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে— আদালতের রায় অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব দেওয়ার জন্য।

তিনি বলেন, এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সব সময় প্রস্তুত। কিন্তু তার মানে এই নয়, আপনারা যা মনে চায় তাই করবেন আর আমরা মেনে নেব। আমি আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে রাতের মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করুন। ঢাকার এ আন্দোলনকে কেন্দ্র করে আরো বৃহত্তর আন্দোলন হতে পারে।

ফ্যাসিবাদের আদর্শ লালনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে বিএনপির সদস্য হতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য দলের নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট) জি কে গউছের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রাসেদুজ্জামান মিল্লাত। সম্মানিত অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *