Jaijaidin

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি উঠেছে

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে। বিএনপি নেতা ইশরাক এবং তার সমর্থকদের পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করা হয়। বিএনপি উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করছেন। এনসিপি নেতারা ড. আসিফ নজরুলসহ তিনজনের পদত্যাগ চাইছেন।

তবে এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি উঠেছে। ‘জুলাই ঐক্য’ প্লাটফর্ম এই দাবিতে বৃহস্পতিবার রাতে সমাবেশ করেছে। এ সময় তারা উপদেষ্টা পরিষদে ভারতীয় দোসরদের অপসারণ দাবি করেন।

উপদেষ্টা আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ সংস্কারের দাবি জানায় জুলাই ঐক্য।

বিক্ষোভ সমাবেশে প্লাটফর্মের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, এ জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি। জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো।

তিনি আরো বলেন, খুনি হাসিনাকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে ভারতে পালাতে বাধ্য করেছি সেভাবে জুলাইয়ের রক্তের সঙ্গে যারা গাদ্দারি করবে তাদেরকেও আমরা পালাতে বাধ্য করব।

জুলাই ঐক্য বিনষ্টকারী যেসব ভারতীয় এজেন্ট কাজ করছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

প্লাটফর্মের সংগঠকদের দাবি, অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন (ঘোষণাপত্র) ঘোষণা করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সমাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানায় জুলাই ঐক্য।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *