যাযাদি রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক হলেন ইমরান ইমন।
গত ৩ মে ২০২৫ (শনিবার) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
রাজশাহী অঞ্চলের চারটি জেলা যথাক্রমে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ , নাটোর এবং নওগাঁ জেলার কমিটি প্রস্তাবনার নিমিত্তে এই টিম গঠন করা হয়েছে।
কমিটিতে রাজশাহী অঞ্চল তত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয় ইমরান ইমনকে ।
এছাড়াও রাজশাহী জেলায় উমর ফারুক , চাপাইনবাবগঞ্জ জেলায় আসিফ মোস্তফা জামাল (নেহাল) ,নাটোর জেলায় ফয়সাল আহমেদ ও ডা. জাহিদুল বারী এবং নওগাঁ জেলা অঞ্চলের দায়িত্ব দেওয়া হয় মনিরা শারমিনকে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় , রাজশাহী অঞ্চল তত্বাবধায়কের সাথে অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের সমন্বয় করে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাবনার নির্দেশ দেওয়া হয় ।