ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করনে ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালেক আহমদ ও আয়েশা আক্তারের যৌথ পরিচালনা বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনহার আহমদ, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহিব হাসান, দৈনিক আমার দেশ প্রতিনিধি সাইফুর এম রেফুল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হারুন রশিদ, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি কবির আহমদ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফুলমিয়া, আলতাফ হোসেন , মাসুদ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং অভিভাবক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় চিত্রাঙ্গন ও সুন্দর হাতের লিখায় উত্তীর্ণ কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।