Jaijaidin

ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতা রুহেল আহমদ সংবর্ধিত

Shah Alam Soulav
2 Min Read

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

যুক্তরাজ্য মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদের স্বদেশ গমন উপলক্ষে সিলেটের ওসমানীনগরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার উত্তর গোয়ালাবাজারে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বালাগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনসুর আহমদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী ইকরাম আহমদ, রাজনগর উপজেলা পিএনপি নেতা আহমদ আলী, ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য ছালিক আহমদ, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ হোসাইন, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শিপন আহমদ, মিজান আহমদ, রাসেল আহমদ, জুবেল আহমদ, কামরান আহমদ, দিলহার আহমদ, জাবের আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জাহান আহমদ, রাহেল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জা সৈয়দপুর গ্রামের বাসিন্দা রুহেল আহমেদ চৌধুরী। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী বিএনপির আদর্শ লালন করে ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করেন। আওয়ামীলীগের সাজানো মামলায় নির্যাতিত হয়ে যুক্তরাজ্য পাড়ি দিয়ে দলীয় আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলকে শক্তিশালি করণের প্রচেষ্ঠায় স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতন আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখেন। প্রবাসে থেকেও স্বৈরাচার বিরোধী প্রতিবাদ করায় দেশে থাকা বাড়িঘরে হামলা মামলাসহ নানা ভাবে নির্যাতনের স্বীকার হন তিনি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের আস্তাভাজন রুহেল আহমেদ চৌধুরী স্বদেশ গমনে নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীকে ফিরে পেতে ও আগামী নির্বাচনে সিলেট ২ ও ৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানানো হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারী শনিবার যুক্তরাজ্য  একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান যুক্তরাজ্য মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহেল আহমেদ চৌধুরী। এসময় বরিশাল, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে রুহেল আহমেদ চৌধুরীকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। দেশে এসেইে নেতাকর্মীদের নিয়ে রাজধানীয় পল্টলে অবস্থতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলে সেখানে সংবর্ধনা প্রধান করেন নেতাকর্মীরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *