ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে রাখা দোকানপাটের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার এলাকায় এই অভিযান শুরু হয়।
হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও বাজার কমিটির সদস্যরা অংশ নেন।
অভিযানে ৮টি ব্যাটারিচালিত টমটম আটক, ১টি বাসের রং পার্কিং এবং ৪টি অটোরিকশার বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখল অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়া হয়।
হাইওয়ে পুলিশ সুপার বলেন, ফুটপাত দখল ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হয়। ঈদ সামনে, তাই শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ফুটপাত ব্যবসার জন্য নয় এটি পথচারীদের চলাচলের জায়গা। সবাইকে আইন মেনে চলতে হবে।