Jaijaidin

কাপাসিয়ায় দৃষ্টি প্রতিবন্ধী ও দূর্ঘটনায় পঙ্গুত্ব বরনকারী দুটি পরিবার কে সাবলম্বী করার উদ্যোগ

Shah Alam Soulav
2 Min Read

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের দুটি পরিবার কে বাংলাদেশ জামায়াতে ইসলামী টোক ইউনিয়ন উদ্যোগে একটি বকনা গাভী ও পানি উত্তোলনের গভীর নলকূপ (মটর)প্রদান করেন।

শুক্রবার সকালে পাচুয়া গ্রামের দুটি পরিবার কে এ সহযোগিতা করা হয়।

পাচুয়া গ্রামের কিরন মিয়া ছয় মাস আগে মাছ ধরতে গিয়ে টমটম দূর্ঘটনায় একটি পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্রেচে ভর দিয়ে হাঁটতে হয়, ফলে তিন ছেলে-মেয়েসহ পরিবার চালানো কষ্টকর হয়ে পড়ে, কিরন মিয়া স্থানীয় জামায়াত নেতা রফিকুল ইসলাম বাবলুর সাথে যোগাযোগ করলে তিনি স্থানীয় জামায়াত ইসলামীর ভাইদের সহযোগিতায় তাকে একটি অষ্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা গাভী প্রদান করেন।

একি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি আব্দুল করিম তার পরিবারের সদস্যদের নিয়ে খাবার পানির সমস্যায় ভুগছেন, তিনি ০৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি স্থানীয় জামায়াত-শিবির কর্মীদের সাথে পরামর্শ করে আব্দুল করিম কে একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করে দেন।

এসময় উপস্থিত ছিলেন  কাপাসিয়া ৪ আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইয়ুবী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা মোঃ আকতার হোসেন, অধ্যাপক এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোনাব্বির,ডা. আল আমিন, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম বাবলু, ওয়ার্ড সাধারণ সম্পাদক মনির হোসেন, কবির এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সালাহউদ্দিন আইয়ুবী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসয়ম মানবকল্যাণে কাজ করে যাচ্ছে, কোন মুমিন তার প্রতিবেশী কে অভুক্ত রেখে পেটপুরে খেল সে কখনো পূর্ণ মুমিন হতে পারে না।
তিনি আরো বলেন, আমরা যে সম্পদ ভোগ করি তাতে গরীব-দুখীর হক রয়েছে, আমাদের দায়িত্ব হল তার হক তাকে পৌঁছে দেওয়া।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *