Jaijaidin

কাশ্মীর সংকট: চীন ও পাকিস্তানের মধ্যে ফোনালাপ

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের মধ্যে রবিবার (২৭ এপ্রিল) টেলিফোনে আলোচনা হয়েছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

ওয়াং ই-কে কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে অবহিত করেন ইসহাক দার। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন যেকোনও পদক্ষেপের তারা বিরোধী। পরিস্থিতি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। তারা চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।

জবাবে ওয়াং ই বলেন,বেইজিং এই ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সমগ্র বিশ্বের দায়িত্ব এবং সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের প্রচেষ্টায় চীনের সমর্থন রয়েছে।

ওয়াং ই আরও বলেছেন, সত্যিকারের মিত্র এবং সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে, পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলো সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারে বেইজিং। তাই সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন রয়েছে।

কাশ্মীর হামলার ঘটনায় তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্তের পক্ষে মত দেন এবং বিশ্বাস করেন যে, এই সংঘাত ভারত বা পাকিস্তান কারোরই মৌলিক স্বার্থে কাজ করে না, এমনকি এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও ক্ষতিকর।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, উভয় পক্ষই সংযত থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একসঙ্গে কাজ করবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *