যাযাদি ডেস্ক
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ঢাকা মহানগরে গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট দূর করা আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা।
আজ (১১ মে ২০২৫) বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৪৩ নাম্বার ওয়ার্ড শাখার উদ্যোগে সূত্রাপুরের লালকুঠিতে সিপিবি নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমরেড রতন কুমার দাসের সভাপতিত্বে এবং শাখা সম্পাদক দীপায়ন হোসেনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পার্টির সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, আনোয়ার হোসেন, জয় বণিক, প্রিতম ফকির প্রমুখ।
গোলাম রাব্বী খান বলেন, ‘ঢাকা দক্ষিণ মহানগর জুড়েই গ্যাস-পানির সংকট চলছে। চলছে লোডশেডিং। এসবের পেছনের কারণ হলো, সরকার দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। তারা ক্ষমতাকে উপভোগ করছে। কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মানবিক করিডরের নামে আমাদের দেশকে তারা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’
তিনি কালক্ষেপণ না করে গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করতে চায়। একমাত্র নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ এবং রাষ্ট্র পরিচালনার অধিকার সংরক্ষণ করেন।
অন্যরা বলেন, ‘আমরা গ্যাসের বিল দিচ্ছি আবার সিলিন্ডারও কিনছি। রান্নায় খরচ বেড়েছে দ্বিগুণ। আমি বিল দেব, কিন্তু সেবা পাবো না, আবার তার জন্য যারা দায়িত্বে আছেন, তারা জবাবদিহি করবেন না- এমনটা চলতে পারে না। জনগণ ফুসে উঠলে কী হয় তা গণঅভ্যুত্থান শিখিয়েছে। তাই গ্যাস-পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
সভাপতির বক্তব্যে রতন কুমার দাস বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের থেকে নাজুক । ‘মব সন্ত্রাস’ হচ্ছে। কিন্তু সরকার নির্বিকার। আমরা নাগরিক অধিকার চাই।” তিনি দ্রুত নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান ।