চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের একজন হলেন মৃত হাফেজ গোলাম শফির পুত্র মো. ইয়াসিন (৪৩), অন্যজন এসএস এক্সপার্ট লি. নামের একটি কারখানার গার্মেন্টস কর্মী। কিন্তু তার নাম জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক আলমগীর (২৮)। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আহত অপর ব্যক্তি বৃষ্ণ দাশ (২৯) সিএনজি অটোরিকশা যাত্রী। তাদের বাড়ি বাঁশখালী উপজেলায়। এ ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী উপজেলার চাম্বল থেকে চট্টগ্রাম শহরমুখি একটি সিএনজি অটোরিকশা আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীমুখি একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দু‘জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।