Jaijaidin

চট্টগ্রামে তেলের ট্যাংকারে এক শ্রমিক নিহত, হাসপাতালে ৩

Shah Alam Soulav
2 Min Read

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ফৌজদারহাট রেলগেইট এলাকায় জামাল কোম্পানীর কালো তেলের ডিপোতে নেমে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত আরও তিন শ্রমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

শুক্রবার (২৩ মে) এ তথ্য জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, বৃহ¯পতিবার রাত সাড়ে ১১টায় আহত চার শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক আহত চারজনকেই হাসপাতালে ভর্তি দেন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতের দিকে এক শ্রমিক নিহত হয়। ওই শ্রমিকের নাম পেয়ারু হাসান (৩৮)। চিকিৎসাধীন শ্রমিকরা হলেন, মীর আহম্মদ (২৮), মোস্তফা কামাল (৩৫) ও মোহাম্মদ আরিফ (২৯)। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের পর চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, বৃহ¯পতিবার দিনগত রাত পৌণে ৯ টার দিকে জামাল কোম্পানীর কালো তেলের ট্যাংকারের তলায় জমে থাকা বর্জ্য পরিষ্কারের জন্য ভেতরে নামেন এক শ্রমিক। ভেতরে কিছুক্ষণ কাজ করার পর অক্সিজেন-স্বল্পতার কারণে সেখানে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধারে আরও তিন শ্রমিক নামলে তাঁরাও অজ্ঞান হয়ে পড়েন।

পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকা চার শ্রমিককে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগ থেকে তাদের হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পেয়ারু হাসান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। বাকি তিন শ্রমিককে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলে জানান চিকিৎসকরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *