Jaijaidin

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লা’র পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

Shah Alam Soulav
1 Min Read

বিশেষ প্রতিনিধি

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে— “চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লা’র ছেলে-মেয়ের ঠাঁই হলো এতিমখানায়” এমন নিউজের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষকতারেক রহমান-এর নির্দেশনায় শহীদ আরমান মোল্লা’র পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার, সকাল ১১টায় নরসিংদীর মেহেরপারা এলাকায় এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন।

এসময় শহীদ আরমান মোল্লা’র স্ত্রীর খোঁজ-খবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয় অসহায় এই পরিবারের প্রতি এবং শহীদ আরমান মোল্লা’র সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন নেতারা।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নরসিংদীতে শহীদ হন আরমান মোল্লা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *