Jaijaidin

চায়ের দোকানে তালা ঝোলানোর অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

Shah Alam Soulav
2 Min Read

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে কথিত টিএসসিতে চাঁদা না পাওয়ায় চায়ের দোকানে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আজিজুল হাকিম আকাশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, চায়ের দোকানটিতে ঝুলছে দুটো তালা । বৃহস্পতিবার (১১ মে ) দৈনিক চাঁদার হিসেব মনমতো না হলে অভিযুক্ত আজিজুল হাকিম আকাশ দোকানের মালামাল সহ লোহার শিকল দিয়ে বেঁধে তালা ঝুলিয়ে দেন।

ভুক্তভোগী মো. মিন্টু বলেন, ৫ আগস্টের পর দোকান ফাঁকা হলে আকাশ ভাই দোকান দখল করেন। পরবর্তী ওনার পরিচিত একজনকে দোকানে বসালে উনি ৩ দিন পর দোকান ছেড়ে দেন। এরপর আমি দোকান নেয় ।মালামালসহ দোকান আমাকে দেওয়ায় ৩০ হাজার টাকা আকাশ ভাইকে দেওয়ার কথা হয়। আমার কাছে ওই মুহুর্তে টাকা না থাকায় ধার করে ২৫ হাজার টাকা পরিশোধ করি । এভাবে ২ মাস যাওয়ার পর উনি সমস্যার কথা বলে কিছু টাকা নিয়ে নেন। এবং মাসিক ২ হাজার টাকা দেওয়ার কথা হলে উনি দৈনিক ২০০ টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, এরপর টাকা দিতে না চাইলে উনি হটাৎ এসে দোকানের জায়গা নিজের দাবি করে। বলেন, দোকানের সব মালামাল দিলেও জায়গা আমার দখলে। আপনি উঠে যান। এরপর এসে আমার দোকানে মালামাল সহ তালা লাগিয়ে দেন।

অভিযুক্ত আজিজুল হাকিম আকাশ বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। আমার জেলা-কল্যাণ থেকে এক ছোট ভাইকে সহায়তার জন্য এ দোকান নেওয়া হয়। দোকান চালানোর জন্য ওনাকে রাখা হয়। উনি দোকান ঠিকভাবে চালাতে না পারলে আমরা অন্য জনকে দোকান দেওয়ার সিধান্ত নিয়েছি। আমি চাঁদা চেয়েছি বা টাকা নিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, চাঁদা দাবির বিষয়ে আমি এখনো কিছু জানিনা । বিষয়টির খোঁজ নিব ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *