Jaijaidin

ছাত্ররা কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে: মঈন খান

Shah Alam Soulav
3 Min Read

বিশেষ প্রতিনিধি

ছাত্ররা যদি কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হয় তাহলে ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, এক সময় দেশ পরিচালনা করেছি। আগামী দিনে যদি সুষ্ঠু ভোট হয়, দেশের জনগণ যাকে দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে। ছাত্রদের যখন দায়িত্ব দেবে ছাত্ররাই দেশ পরিচালনা করবে। তার জন্য তাদের সঠিক প্রস্তুতি নিতে হবে, সচেতন থাকতে হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৃত্তি প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজন করে মহানগরীর সাংস্কৃতিক ফোরাম।

শিক্ষার্থীদের উদ্দেশে মঈন খান বলেন, আজকে যারা নতুন প্রজন্ম তারাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে। গুরু দায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে। তোমাদের মনে রাখতে হবে এই দেশটি তোমাদের। আমরা এখান আছি, আমরা কিন্তু চলে যাবার পথে। আমাদের সময় কিন্তু প্রায় শেষ। আর তোমাদের সময় কিন্তু শুরু। কাজেই সেই কথা মনে রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এই সময় যদি নষ্ট করো তাহলে ১৮ কোটি মানুষের পরিচালনা দায়িত্ব আসবে তা কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না।

তিনি বলেন, ছাত্রদের যে শক্তি আছে সেই শক্তি কিন্তু আমাদের নেই। সেই শক্তি আছে বলেই সামনের দিকে এগিয়ে গেছো। জুলাই ছাত্রআন্দোলনে বাংলাদেশের বিপ্লবী পরিবর্তন এসেছে, সেই অর্জন তোমাদের। আমাদের সেই কথা গর্বের সঙ্গে বলে থাকি। বিগত ১৫ বছর সংগ্রাম করে জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল বাংলাদেশের গনতন্ত্রকামী মানুষ। কাজেই সেই গৌরব তোমাদের ধরে রাখতে হবে। এই সুযোগ যদি হেলায় হারাও, কোনো ভুল পথে গিয়ে সুনাম নষ্ট করে দাও তাহলে শুধু তোমরা ক্ষতিগ্রস্থ হবে না বাংলাদেশের ভবিষ্যতে প্রজন্ম ক্ষতিগ্রস্থ হবে।

মঈন খান বলেন, লেখাপড়া তোমাদের কাছে তপসার মতো, এ কথা ভুলে গেলে চলবে না। তোমরা দেশ পরিচালনা করে মঙ্গলের পথে নিয়ে যাবে, বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করবে নিশ্চয়ই। কিন্তু সেই জন্য তোমাদের সঠিক প্রস্তুতি গ্রহনে ক্লাসে ফিরে যেতে হবে। শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় সমাজে ফিরে আসতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনুস তালুকদার রাজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন, বিশিষ্ট সংগঠক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে সালমান হোসেন, সাবরিন আলম, ফাহমিদা আক্তার, মোহনা আক্তার, রেহেনামু বিনতে হোসেন, মারিয়া আক্তার, উসরাত প্রিয়তমা, জেরিন রহমান, সামিয়া ইসলাম, মনিকা আক্তার, আফসানা ইসলাম, নুরে জান্নাত আঁখি, জান্নাত আক্তার, ইশানি গো, অরপিতা চৌধুরী, সিলভিয়া জামান, মাহফুজা আক্তার, আফরোজা ইসলাম, রাইসাতুল অর্পা সহ অর্ধশতাধিক শিক্ষার্থীর মেডেল ও সনদ পত্র প্রদান করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *