Jaijaidin

জবি আবাসন সমস্যা সমাধানে অগ্রাধিকার পাবে: ইউজিসি সদস্য

Shah Alam Soulav
2 Min Read

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেন, “শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী সম্পদ বরাদ্দ নিশ্চিত করা গেলে এসব সমস্যার সমাধান সম্ভব।”

বুধবার (৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় ইউজিসি সদস্য আরও বলেন, “হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। ফলে উন্নয়ন প্রকল্প ও বাজেট বরাদ্দে এ বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার পাবে।”

শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এই সভার আয়োজন করা হয়। সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিষয়ক সমস্যা সমাধানে গঠিত কমিটি।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কমিটির অন্যান্য সদস্যরা।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “আবাসন সংকট নিরসনে প্রশাসন, ইউজিসি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন স্বস্তিতে পড়াশোনা করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “প্রচলিত কাঠামো ভেঙে পরিবর্তন আনার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ইউজিসির বাজেট নয়, অন্যান্য উন্নয়ন প্রকল্পেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে।”

সভায় শিক্ষার্থীরা তাদের আবাসন-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে সকলে মিলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *