যাযাদি ডেস্ক
ছাত-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক দল গঠন করেছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা। জাতীয় নাগরিক পার্ট-এনসিপি নামের রাজনৈতিক দলে শীর্ষ কয়েকটি পদে নেতৃত্বে আছেন তরুণ নারীরা। এদের মধ্যে ড. তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীনকে আগামীর বাংলাদেশর রত্ন বলছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির এসব নেত্রীদের নিয়ে দেওয়া ফেসবুক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ব্যক্তিগত মানসিকতার প্রতিবন্ধকতাকে প্রায়োরিটি দিয়ে রাজনীতিতে যোগ্য নারীদের অংশগ্রহণে যেন প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। আমাদের বোনেরা আমাদের শক্তি, বাংলাদেশের শক্তি।
ফেসবুক পোস্টে সারচিস আলম বলেন, আপুদেরকে চিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে। এরপর বর্তমানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মাধ্যমে।
সাময়িক এই পথচলায় বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করতে দেখেছি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে দেখেছি। সেই বিষয়গুলোতে তাদের কথাবার্তা, চিন্তাভাবনা, ব্যক্তিত্ব, ইন্টিগ্রিটি অবজার্ভ করে এইটুকু উপলব্ধি আমার হয়েছে যে- এই মানুষগুলো রাজনীতিতে শুধু NCP’র রত্ন নয় বরং আগামীর বাংলাদেশের রত্ন।
সারজিস আরো বলেন, অতীতে ‘কোটা’ আর ‘সংরক্ষিত আসনের’ নামে পরিবারতন্ত্রের মধ্য থেকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে সংসদে যারা আমাদের প্রতিনিধিত্ব করত, তারা ছিল নারীদের প্রেজেন্টেশন। কিন্তু এই জারা, সামান্থারা আগামীর বাংলাদেশ সংসদে নারীদের একচ্যুয়াল পার্টিসিপেশন হতে যাচ্ছে।
এনসিপিতেও তারা নিজের যোগ্যতায় সেই জায়গা অর্জন করে নিয়েছে।
সংসদেও তারা নিজের যোগ্যতায় সেই জায়গা অর্জন করে নিবে বলে বিশ্বাস করেন সারজিস আলম।