যাযাদি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের ডিজিটাল প্রতিযোগিতা vTutor Microsoft Office Specialist (MOS) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর দ্বিতীয় ধাপ।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা প্রতিযোগিতা vTutor Microsoft office specialist (MOS) Championship বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর দ্বিতীয় ধাপ আজ সফলভাবে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের কম্পিউটার ল্যাবে।
vTutor এর উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা দেশের ১৩ থেকে ২২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিযোগীরা Microsoft Word, Excel এবং PowerPoint এর বিভিন্ন বিভাগের উপর পরীক্ষা দিচ্ছেন, যা তাদের আন্তর্জাতিক সার্টিফিকেশন লাভের একটি সুবর্ণ সুযোগ।
আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন vTutor Bangladesh এর কো-ফাউন্ডার ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম, কো-ফাউন্ডার ও চিফ অ্যাকাডেমিক অফিসার মুত্তাকি ফারুক, vTutor ও আই বি এ বিভাগের ১৫ জন স্বেচ্ছাসেবক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ বিভাগের কম্পিউটার ল্যাবের কর্মচারীবৃন্দ, যাঁদের আন্তরিক প্রচেষ্টায় দিনব্যাপী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।