Jaijaidin

তারুণ্যের সমাবেশে তামিম ইকবাল, বক্তব্যে যা বললেন

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে উপস্থিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এ সমাবেশ শুরু হয়। যার আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

তামিম ইকবাল বলেন, ‘আমি পলিটিক্যাল কেউ না।

আমি একজন স্পোর্টসম্যান। তাই আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলব। একসময়, মানে চট্টগ্রাম থেকে ৫-৬ জন করে ন্যাশনাল টিমে প্রডিউস করত। কিন্তু লাস্ট ১০-১৫ বছর সে রকম প্লেয়ার উঠে আসেনি।

তিনি বলেন, ‘আমি চাইব, আগামীতে যেন উঠে আসে। এ জন্য কার জন্য কী প্রতিবন্ধকতা হয়েছে, তা নয়। আমরা কেন ন্যাশনাল টিমে যেতে পারিনি, তা দেখতে হবে। আর কী করলে আমরা স্পোর্টসে আরো অংশগ্রহণ করতে পারব, অবদান রাখতে পারব, তা নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

সমাবেশে আরো উপস্থিত আছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম প্রমুখ।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *