Jaijaidin

তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

চীনের ভূমিকম্প প্রশাসন (সিইএ) জানিয়েছে, সোমবার ভোরে তিব্বতে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তিব্বতের শিগাতসে শহরে স্থানীয় সময় ভোর ৫টা ১১ মিনিটে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সিইএ জানিয়েছে।

ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে।

অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এর আগে গত জানুয়ারি মাসে শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৪৯ মাইল) দূরে তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশকি ৮ মাত্রার একটি ভূমিকম্পে ১২০ জনেরও বেশি মানুষ মারা যায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *