Jaijaidin

দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড গড়লেন মালদ্বীপ প্রেসিডেন্ট

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন পরিচালনা করেছেন। এর মাধ্যমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলনের রেকর্ড গড়েছেন তিনি, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। আজ রবিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলনটি শুরু করেন ৪৬ বছর বয়সী মুইজ্জু।

নামাজের বিরতির সময় বাদ দিয়ে মোট ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে এই সংবাদ সম্মেলন চলে। ‘বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস’ উপলক্ষে এটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রায় দুই ডজন সাংবাদিক অংশ নেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, রেকর্ড গড়া সংবাদ সম্মেলনটি শেষ হতে মধ্যরাত পার হয়ে যায়।

সেখানে একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন প্রেসিডেন্ট মুইজ্জু। এ সময় তিনি তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ এ সেশনে সাংবাদিকদের কাছে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও উত্তর দেন প্রেসিডেন্ট।
তিনি আরো জানান, আরএসএফ পরিচালিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে উঠে এসেছে মালদ্বীপ।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ড এজেন্সি দাবি করে, দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি ১৪ ঘণ্টার প্রেস কনফারেন্স করেছেন। যা বেলারুশের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘণ্টার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আরেকটি রেকর্ড করেছিলেন। সেবার তিনি সমুদ্রের তলদেশে বিশ্বে প্রথমবারের মত মন্ত্রিসভার বৈঠক করেন। লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপের অস্তিত্ব হুমকিতে পড়ার বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ।

সূত্র: এএফপি

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *