Jaijaidin

নারায়ণগঞ্জে ছিন্তাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার, গ্রেফতার ৩

Shah Alam Soulav
1 Min Read

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ড্রাম তেল সহ ট্রাক ছিন্তাইয়ের ঘটনায় ৬০ ড্রাম তেল সহ ঘটনায় জড়িত ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তারাবো হাটিপাড়ার মৃত করম আলীর ছেলে মকবুল, রূপসী এলাকার মৃত আফসারউদ্দিনের ছেলে দেওয়ান আবদুল বাতেন, বরিশালের হিজরা ধুলখোলা এলাকার শহীদ জমাদ্দরের ছেলে আনোয়ার হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত ৫ই মে বিকেলে উপজেলার সবনম অয়েল মিল থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে হবিগঞ্জের চৌধুরী বাজারে যাচ্ছিলেন আব্দুল মন্নান। কিন্তু ভুলতা ফ্লাইওভারের উপর আসা মাত্র পেছন থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রের মুখে জিম্মি করে তেলভর্তি ট্রাকটি ছিন্তাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মন্নান।

পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে লুট হওয়া ৬০ ড্রাম পামওয়েল তেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় ৩জনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এবং লুট হওয়া অন্যান্য তেলের ড্রাম উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *