Jaijaidin

নিবন্ধনে কার্যক্রমে আবারো শ্রেষ্ঠ উপজেলা গৌরনদী

Shah Alam Soulav
1 Min Read

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে লক্ষমাত্রা পূরনে অসামান্য অবদান রাখায় বরিশালের ১০ উপজেলার মধ্যে দ্বিতীয় বারের মত গৌরনদী উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
রোববার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় শেষে গৌরনদী উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে ঘোষনা করে নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ।

জানা গেছে, ইউএনও আবু আবদুল্লাহ খান এ উপজেলায় যোগদানের পর থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে সংশ্লিষ্টদের নিয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তেরি করেন। এছাড়াও বিভিন্ন সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরত্ব তুলে ধরে সকল শ্রেণীপেশার মানুষকে সঠিক সময়ে নিবন্ধন করতে উৎসাহিত করে আসছেন। যেকারনে জেলার ১০ উপজেলার মধ্যে দ্বিতীয় বারের মত প্রথম স্থান অধিকার করতে সক্ষম হন।
সোমবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাগণের পরিশ্রমের কারনে গৌরনদীকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে আসতে পেরেছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। সকলের সহযোগিতায় গৌরনদীকে সর্বত্র শ্রেষ্ঠত্বের স্থানে নিয়ে যেতে চাই।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *