পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি স্লোগানে নওগাঁর পত্নীতলা উপজেলায় ভূমি মেলা শুরু হয়েছে।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র্যালি শেষে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, কৃষি অফিসার সোহারাব হোসেন, প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিমএম জিল্লুর রহমান, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
উপজেলা ভূমি অফিস চত্ত্বরে সেবা বুথের মাধ্যমে তিনদিন ব্যাপী ভূমি মেলার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া জানান, উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসে এই মেলার আয়োজন করা হয়েছে।