Jaijaidin

পিলখানা হত্যাকান্ডের মৃত্যুন্ডপ্রাপ্ত সিপাহী চট্টগ্রামে গ্রেপ্তার

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকান্ডের ঘটনায় হওয়া মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সিপাহী মো. রেজাউল করিমকে (৪৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার (১১ মে) দিনগত রাতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় কক্সবাজার মহাসড়কের ফোর সিজন রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রেজাউল করিম চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহী বিডিআর সদস্যরা সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক ব্যক্তিদের হত্যা করে।

এসময় তারা অনেক অফিসার এবং তাদের পরিবারদের জিম্মি করে সরকারি স্থাপনা ও স¤পদ ভাঙচুর এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানায় ৮৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। আদালত মামলার দীর্ঘ বিচার কার্যক্রম শেষে সিপাহী মো. রেজাউল করিমকে মৃত্যুদন্ড সাজা প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পিলখানা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *