Jaijaidin

ফ্রান্সিসের পর পোপ হতে চান ট্রাম্প

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নিজেকে দেখতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রসিকতার ছলে এমন আকাঙ্ক্ষাই পোষণ করেছেন তিনি। গত সপ্তাহে ৮৮ বছর বয়সে মারা গেছেন পোপ ফ্রান্সিস। তার প্রয়াণে বিশ্বজুড়ে সবার নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ তা নিয়ে চলছে জল্পনা।

এ আবহেই পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেছেন, ‘আমিই পরবর্তী পোপ হতে চাইব। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।’ এ কথা বলার পরই কে আসলে পোপের দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আসলে আমার নির্দিষ্ট কাউকে পছন্দ নেই। তবে আমাকে বলতেই হচ্ছে, ‘আমাদের একজন কার্ডিনাল আছেন। তিনি নিউইয়র্ক থেকে এসেছেন। তিনি খুব ভালো। -রয়টার্স

দেখা যাক কী হয়।’ কার্ডিনাল টিমোথি ডোলান নিউইয়র্কের আর্চবিশপ। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে তার নাম নেই। তবে নিউজার্সির নেওয়ার্ক শহরের আরেক মার্কিন কার্ডিনাল জোসেফ টোবিনকে পরবর্তী পোপ নির্বাচনে প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অবশ্য আজ পর্যন্ত কখনো কোনো পোপ নির্বাচিত হননি। পোপ ফ্রান্সিস ছিলেন ল্যাটিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ। আগামী ৭ মে থেকে শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া। সেদিনই শুরু হবে গোপন কনক্লেভ। গোটা বিশ্ব থেকে প্রায় ১৩৫ জন কার্ডিনাল এ প্রক্রিয়ায় অংশ নেবেন। তারাই নির্বাচন করবেন নতুন পোপ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *