যাযাদি ডেস্ক
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা ভি-টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (MOS) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫। বুধবার, ৭ মে ২০২৫ ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উদ্যোক্তারা।
দেশের তরুণদের ডিজিটাল দক্ষতাকে বিশ্বমানের পর্যায়ে নিতে এই প্রতিযোগিতার আয়োজন করছে ভি-টিউটর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ, জাতীয় কর্মসূচি তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে।
ভি-টিউটর হলো Certiport-এর অনুমোদিত বাংলাদেশের অথরাইজড পার্টনার, যারা বাংলাদেশের তরূনদের দক্ষতা উন্নয়নে গ্লোবাল সার্টিফিকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে।
১৩ থেকে ২২ বছর বয়সী বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পাবেন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, এবং শীর্ষ স্কোরকারীরা সুযোগ পাবেন জাতীয় রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণের।
এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে নিজেদের দক্ষতা যাচাই ও MOS সার্টিফাইড প্রফেশনাল হবার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সকলে সুযোগ পাবেন মাইক্রোসফট এর অফিসিয়াল সার্টিফিকেশন অর্জন এর এবং সকল ন্যাশনাল চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র এম ডি পির চেয়ারম্যান ড. রিদওয়ানুল হক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্চিনিয়ারিং-এর ডিন ড. আহমেদ ওয়াসিফ রেজা, আয়োজনের প্রধান স্পন্সর মেঘনা গ্রুপ অফ ইনডাস্ট্রিজ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মো: মহিউদ্দিন, প্রোগ্রামের হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু-র সেলস ও মার্কেটিং পরিচালক মো. নজরুল ইসলাম, ভি টিউটরের পক্ষে কো-ফাউন্ডার ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম এবং কো-ফাউন্ডার, ও চিফ একাডেমিক অফিসার মুত্তাকি ফারুক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ১৩ থেকে ২২ বছর বয়সী সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় কারা অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগিতার সময়সূচি হচ্ছে ইউনিভার্সিটি রাউন্ড ১০ মে থেকে ২১ মে ২০২৫, জাতীয় রাউন্ড ২৩ মে ২০২৫ এবং গালা রাউন্ড ২৪ মে ২০২৫।
ইউনিভার্সিটি রাউন্ড-এ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আইইউবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
পুরস্কার হিসেবে জাতীয় পর্যায়ে মোট পুরস্কার মূল্য যুক্তরাষ্ট্র সফরসহ ২০ লক্ষ টাকা।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরস্কার: প্রথম স্থান ৮,০০০ ডলার, দ্বিতীয় স্থান ৪,০০০ ডলার এবং তৃতীয় স্থান ২,০০০ ডলার।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ,সিলভার স্পন্সর কিউট ও মুন্নু সিরামিক।
রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা, রেজিস্ট্রেশন লিংক- www.vTutor.org . প্রয়োজন হবে একটি ইমেইল ঠিকানা ও ফোন নম্বর। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশের তরুণদের আমরা এমন একটি প্ল্যাটফরম দিতে চাই, যেখানে তারা আন্তর্জাতিক মানের দক্ষতা ও সার্টিফিকেশন অর্জন করে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে পারে। গঙঝ চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়—এটি একটি সচেতনতামূলক আন্দোলন।
MOS বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ শুধুমাত্র প্রতিযোগিতা নয় -এটি একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য ভবিষ্যৎ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার জন্য তরুণদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিজিটাল দক্ষতায় প্রস্তুত ও সার্টিফাইড করা এবং বাংলাদেশের তরুণ সমাজকে গ্লোবাল আইটি প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে নেওয়া।”
যোগাযোগ ও বিস্তারিত জানতে ভিজিট করুন: www.vTutor.org