Jaijaidin

বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাপিলেট ডিভিশনের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর স্মরণে ১৬ মে সকাল ১১টায় “জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠান” বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. শাহিনুল আলম। বাংলাদেশ ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো: শামসুল আলম। বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চীফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব, এডিশনাল এটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, দোআ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারাকাহ ফাউন্ডেশনের চীফ এক্সিকিউটিভ প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম, বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সভাপতিত্ব করেন প্রফেসর ডা: মো: মতিয়ার রহমান।

দোআ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন দিগন্ত মোমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব প্রফেসর ডা. মো: নওফেল ইসলাম, বারাকাহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম ধন্যবাদ জ্ঞাপন সাহাবুদ্দিন মেডিকেল লেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা: মো: রুহুল আমিন।

এছাড়াও উপস্থিত সুধীজনের মধ্যে বিভিন্ন বক্তা বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ সাহেবের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বারাকাহ ফাউন্ডেশনের অধীন হাসপাতালসমূহের উত্তরোত্তর উন্নয়নের জন্য জনাব আবদুর রউফ সাহেব দিক নির্দেশনা প্রদান করেন। তিনি দরিদ্র রোগীদেরকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সবসময় সাপোর্ট দিতেন। বারাকাহ ফাউন্ডেশনের প্রাণপুরুষ বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ সাহেবের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দুআ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
দোআ মুনাজাত পরিচালনা করেন, বারাকাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো: রফিকুল ইসলাম।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *