যাযাদি রিপোর্ট
পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হলো জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা আহ্ছানিয়া মিশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও তরুণদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে একটি র্যালী বের হয়। র্যালী থেকে হাঁটা ও সাইকেল বান্ধব নিরাপদ পরিবেশ এবং সড়কের দাবি করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ দিকে আসাদগেট থেকে খামার বাড়ি মোড় পর্যন্ত প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে অংশ নেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রোড সেফটি পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস, উপ-পরিচালক মো. নাজমুল হক, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপ-পরিচালক মুনতাসির মাহমুদ, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের কমিউনিকেশন অফিসার তরিকুল ইসলাম ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বেশ কিছু ইয়ুথ গ্রুপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক তরুণ শিক্ষার্থী।
র্যালী শেষে বক্তারা বলেন, সড়কে যানজটের কারণে প্রতিদিন অনেক কর্মঘন্টা নষ্ট হয়। এতে করে ব্যক্তি ও রাষ্ট্রের ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এক্ষেত্রে হাঁটা ও সাইকেল চালানো একটি ভালো সমাধান হতে পারে। এজন্য প্রয়োজন পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো এবং তা নিশ্চতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন।
বক্তারা আরো বলেন, স্বাস্থ্য ও পরিবেশ ভালো রাখতে এবং সড়ক দূর্ঘটনা কমাতে হাঁটা ও সাইকেল চালানো একটি ভাল উদ্যোগ হতে পারে। এতে করে অর্থ, শরীর ও মন ভাল থাকবে। বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকা যাবে। অসুখ না হলে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বাড়তি কাজ করা সম্ভব হবে। তাই সরকারের উচিত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
পদযাত্রা শেষে ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেল্থ এন্ড ওয়েলবিংয়ের সদস্য এস জেড অপু ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরের যুব কমিটির আহ্বায়ক মো. রায়হান রহমানের নেতৃত্বে উপস্থিত তরুণ সদস্যরা বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি উত্থাপন করেন এবং এ সংক্রান্ত স্বারকলিপি হস্তান্তর করেন।