Jaijaidin

ভারতে বন্ধ প্রবাসী বাংলাদেশি সাংবাদিক-অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধের পর এবার বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের চ্যানেলও বন্ধ হয়ে গেছে। তাদের চ্যানেল দেখা যাচ্ছে না দেশটিতে থেকে।

শনিবার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানায়, ভারতে ছয়টি বাংলাদেশি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যমুনা, একাত্তর, বাংলাভিশন, মোহনা, সময় ও ডিবিসি নিউজ। এ ছাড়া আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলও সেখানে দেখা যাচ্ছে না।

এবার জানা গেল এসব ইউটিউব চ্যানেল বন্ধের পর এখন বাংলাদেশের বেশ কয়েকজন প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। তাদের মধ্যে রয়েছেন- প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার, ইলিয়াস হোসাইন ও জুলকারনাইন সায়ের (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। তাদের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারতে।

এ ছাড়া আলোচিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলও বন্ধ রয়েছে দেশটিতে। এ বিষয়ে তাদের ইউটিউব থেকে যে মেইল করা হয়েছে- সেটি তারা নিজেদের ফেসবুকে প্রকাশ করেছেন।

এদিকে, ভারতে এভাবে বাংলাদেশের ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়টি নিয়ে গত শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

ডিসমিসল্যাব জানায়, ভারতে এসব চ্যানেলের অনলাইন ঠিকানায় প্রবেশ করলে এই বার্তা দেখাচ্ছে যে- এটি বর্তমানে এই দেশে প্রদর্শনের জন্য অনুমোদিত নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার ভিত্তিতে সরকারি নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯ (ক) ধারার অধীনে, সরকারের কাছে এমন অধিকার রয়েছে- যদি কোনও তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে, তবে সেটি বন্ধ করার নির্দেশনা দিতে পারে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এ তালিকায় ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজের মতো পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যমের নামও দেখা যায়।

এমনকি এই তালিকায় রয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। পাশাপাশি পাকিস্তানের অনেক ইন্সটাগ্রাম ও এক্স অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয় ভারতে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *