যাযাদি ডেস্ক
ক্রিকেটারদের দেখে যেন আকাশেরও খেলতে ইচ্ছা করল। তার ইচ্ছা মানে অঝোরে কান্না। সেই কান্নায় সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন গেছে ভেস্তে। তাই তিন ঘণ্টার বেশি সময় পর দিনের খেলা শুরু হয়।
বেরসিক বৃষ্টি থামলেও নিজেকে খুব বেশিক্ষণ ক্রিজে থামিয়ে রাখতে পারেননি মাহমুদ হাসান জয়। গত দিনের অপরাজিত রানের সঙ্গ আজ ৫ রান যোগ করতেই ড্রেসিংরুমের পথ ধরেছেন বাংলাদেশি ওপেনার। তাতে উইকেট দিয়েই দিনটা শুরু হয় বাংলাদেশের। গতকাল দুইবার জীবন পাওয়া জয় আজ আউট হয়েছেন ৩৩ রানে।
এতে মমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে জয়ের ৬০ রানের জুটি যায় ভেঙে। ফিরতি উইকেট নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন মমিনুল। তবে নিজে ফিফটি করতে পারেননি। ব্যক্তিগত ৪৭ রানে ভিক্টর নিয়াউচির বলে আউট হলে ৬৫ রানের জুটিটা ভেঙে যায় তাদের।
মমিনুলের বিদায়ের পর দ্রুতই ফিরে যান মুশফিকুর রহিমও। দীর্ঘদিন ধরেই অফ ফর্মে থাকা মুশফিক করেছেন মাত্র ৪ রান। উইকেটরক্ষক ব্যাটার প্রথম ইনিংসেও সমান রান করেছিলেন। তাতে বিপদ বাড়ে বাংলাদেশের। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৬৭।
এতে লিড দাঁড়িয়েছে ৮৫ রানের।
বাংলাদেশকে পথ দেখাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক। একবার জীবন পাওয়া বাংলাদেশের অধিনায়ক শান্ত অপরাজিত আছেন ৪৭ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন ৮ রান করা উইকেটরক্ষক ব্যাটার জাকের।