Jaijaidin

মানবতার পক্ষে কাজ করে বিএনপি : আমিনুল হক

Shah Alam Soulav
1 Min Read

বিশেষ প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যানে কাজ করাই বিএনপির লক্ষ্য।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মোহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাসপাতালের ডাইরেক্টর অধ্যাপক ডাঃ এস এম খোরশেদ আলম মজুমদার এর কাছে হাসপাতালের জন্য ৮ টি (আট) হুইল চেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাসপাতালে হুইল চেয়ার বিতরণের এই কার্যক্রমকে উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই ধরনের সামাজিক কার্যক্রম গুলো করে আসছি। সমাজে মানবকল্যানে মানবিক যে কাজগুলো রয়েছে তা আমরা সবসময় করে যেতে চাই।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কে এম মজিবুল হক, মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডাঃ এ কে এম মাসুদ আকতার, হাসপাতাল বহিঃ বিভাগের সহকারী পরিচালক কে এম জিয়াউর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *