যাযাদি ডেস্ক
রাজধানীর নিউমার্কেট সায়েন্স ল্যাবরেটরির একটি বাসা থেকে নিলুফা ইয়ামিন নিরু (৪৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাবরেটরির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নিলুফা ইয়ামিন নিরু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর গ্রামের মৃত মনিরুজ্জামান বাবুলের স্ত্রী। তার বাবার নাম আসিক আলী।
তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
নিহতের ছোট ভাই মো. সুমন আলী বলেন, বড় বোন নিলুফা গতকাল নারায়ণগঞ্জে স্বামীর বাড়ি থেকে (বাবার বাড়িতে) বেড়াতে আসেন। আজ সকালে বড় বোন বাথরুমে যান। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় মা বলছিলেন, অনেক সময় হলো নিরু তো বাথরুম থেকে বের হচ্ছে না।
পরে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি, বাথরুমের অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকালে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে তিনি কী কারণে ফাঁস দিয়েছেন, সেটি বলতে পারেননি স্বজনরা। তাদের ধারণা, হয়তো এলাকায় সে কিছুটা কিস্তিতে ঋণগ্রস্ত আছে ও স্বামী না থাকায় হতাশা থেকে আত্মহত্যা করতে পারে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।