রাজধানীর আগারগাঁওয়ের ব্যস্ততম সড়ক, রাস্তার উপরে উচৃ টিলা এবং গর্তে ভরা । যেকারনে এ সড়কটি ছিলো যানবাহন চলাচলের মরণ ফাঁদ । মুহুর্তেই ঘটে বড় দুর্ঘটনা।
বিষয়াটি জানতে পেরে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ উদ্দগ্যে রাস্তাটি সংস্কার করেন।
সংস্কার শেষে রাস্তাটি দিয়ে সানন্দে চলাচল করছে যানবাহন। রাস্তা দিয়ে চলাচলরত মানুষজন এবং গাড়ি চালকরা এ কাজের প্রসংশায় পঞ্চমুখ।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, রাস্তাটি সম্পর্কে জানতে পারি সোশ্যাল মিডিয়ায় করা এক আহত ব্যক্তির পোস্ট দেখে।
কিন্তু পোস্টে কোথায় এই মরণফাঁদ আছে এটা উল্লেখ না করাতে আমি একটু বিপাকে পরি। তাৎক্ষণিক আমার যুবদলের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে সেটাকে খুজে অপসারণ করি।
যেকোনো ভালো কাজ করতে প্রয়োজন হয় না কারো অনুমতির, শুধু নিজের স্বদ ইচ্ছা -থাকলেই হয় ।