যাযাদি ডেস্ক
ফ্যাসিবাদ বিরুধী আন্দোলন ও রাজপথের তৃণমূল নেতা-কর্মীদের প্রতি উৎসর্গ করে
এস এম রফিকের কথায় কণ্ঠযোদ্ধা রুক্সার রহমানের কন্ঠে “ও লিডার” গানের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় গুলশান ১ নম্বার, রোড নং ১০ বাড়ী নং ১৮ নাচ তলায় গানের মোড়ক উন্মোচনে
প্রধান অতিথি ছিলেন রাজপথের তৃণমূল নেতা-কর্মীর আস্থাভাজন বিএনপি চেয়ার্পাসনের উপদেষ্টা ও সভাপতি যুক্তরাজ্য বিএনপি এম এ মালিক।
বিশেষ অতিথি ছিলেন অভিনেতা হেলাল খান, আহ্বায়ক জাসাস।
সুর ও সংগীত ওয়াহেদ শাহিন । সার্বিক ব্যবস্থাপনায় -এমাদুর রহমান রেভুলেশন ২৪।