Jaijaidin

লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে আছেন বাংলাদেশের সেই সময়ের মন্ত্রী-এমপিরা। তাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না বহুদিন।

এর মধ্যে মাঝে মধ্যে বিদেশের মাটিতে কাউকে কাউকে এক ঝলক দেখা গেছে।

এবার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের।

২০ এপ্রিল সন্ধ‍্যায় লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের এ অনুষ্ঠানে যোগ দেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস‍্য হাবিবুর রহমান হাবিব।

দেশে গণহত্যা ও দুর্নীতিসহ নানা অভিযোগে তাদের নামে রয়েছে অসংখ্য মামলা। তবে তারা কবে কোন পথে লন্ডনে পাড়ি জমালেন, সে ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।

তাদের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে বেশ হাসিখুশি ছিলেন তারা। তারা বিয়েতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবি তোলেন।

এর আগে হাসান মাহমুদ, আব্দুর রহমান, শফিকুর রহমানের কফির আড্ডার ছবি ভাইরাল হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *