Jaijaidin

শাহবাগে জুলাই আহতদের অবস্থান, যান চলাচল বন্ধ

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ প্রকাশের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার (১১ মে) সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

আন্দোলনরতরা বলেন, আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবিতেই মূলত তারা এখনো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন।

আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ প্রকাশের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে

আন্দোলনে অংশ নেওয়া আহত বিপ্লব বলেন, ‘আমি সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি ছিলাম, এখন রিলিজে আছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আমাদের দাবি ছিল জুলাই সনদ প্রকাশ করা। একটা দাবি মেনে নিলো আরেকটা বলছে ৩০ দিনের মধ্যে করবে। ৯ মাসে সনদ দিতে পারলো না, ৩০ দিনে কীভাবে করবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’

শাহবাগ অবরোধের ফলে সব ধরনের যানচলাচল বন্ধ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *