সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনার কান্দি গ্রামের ১১ বছর বয়সী এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে।
মৃত শিশুর নাম মুবাসসির, পিতা আবু তালেব। মুবাসসির বাড়ি মজলিস এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সে স্বাভাবিকভাবে দিন কাটালেও দুপুরে মাদ্রাসার একটি ওয়াশ রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়। স্থানীয় প্রশাসন জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে তদন্ত চলছে। শিশুটির এমন মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।