সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীতে ভাসমান অবস্থা অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে পিরোজপুর ইউনিয়নের জিয়ানগরে মারীখালি নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ভাবে মৃতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে নৌ-পুলিশের টিম মরদেহ উদ্ধার করছে।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, আমরা মরদেহটি উদ্ধার করেছি। মৃত নারীর বয়স আনুমানিক ৩৪-৩৫ হবে। মাত্রই মরদেহ উঠানো হয়েছে দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা সার্বিক পর্যবেক্ষন করে পরবর্তীতে বলা যাবে।