Jaijaidin

সোনার দাম কমল আন্তর্জাতিক বাজারে

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যে আরোপ করা শুল্ক সাময়িক সময়ের জন্য কমাতে রাজি হয়েছে। যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৩ দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ২২৩ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

পাশাপাশি ফিউচার মার্কেটেও ৩ দশমিক ৫ শতাংশ কমেছে সোনার দর। এই বাজারে প্রতি আউন্স সোনা ৩ হাজার ২২৮ দশমিক ৮০ ডলারে বিক্রি হচ্ছে।

রবিবার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ স্তরের বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। যেখানে বাণিজ্য ঘাটতি কমাতে একটি ‘চুক্তি’ করার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা।

অন্যদিকে চীনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পৌঁছেছেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য আলোচনায় অগ্রগতির কথা বলার সঙ্গে সঙ্গে ডলার সূচকে উন্নতি হয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার কদর কমেছে।

এপ্রিলে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর প্রায় একই রকম শুল্ক আরোপ করে।

এর ফলে বাণিজ্যযুদ্ধ শুরু হয়, যা বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে।

এদিকে বিশ্ববাজারে দর কমার প্রেক্ষিতে টানা ২ দফায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা। রবিবার থেকে দেশের বাজারে নতুন এই দরে সোনা ক্রয়-বিক্রয় চলছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *