লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ বছরের যে রাজনীতিক ট্রেন, ১৭ দিনে বা ১৭ মাসেই পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এ্যানী বলেন, রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন মানষিকতার পরিবর্তণ করে আসল রাজনীতি ও আসল সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। তরুণ প্রজন্ম মনে করেন ১৭ বছরের যে রাজনীতিক ট্রেন চলে আসছে, সেটাই আসল রাজনীতি। হানাহানি মারামারি করে রাজনীতিক নেতা বনে যাবেন। সেটাই তাদের কাছে রাজনীতি মনে হচ্ছে। আসলে এটাই রাজনীতি নয়।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় এ্যানী আরও বলেন, নেতাকর্মীদের আরো ধৈর্য ধারণ করতে হবে। নেতাগীরি করতে হলে জনগণকে সমীহ করতে হবে। খুব শীঘ্রই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব আরো বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির নেতা।
চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি এ্যাডভোকেট এম.এন জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসার, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লিটন, টুমচর ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি, চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আবু তাহেরসহ অনেকে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মসজিদের নাম ফলক উম্মেচন করেন।