Jaijaidin

৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে ২০২৫ সালের হজ ফ্লাইট। শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ৪১৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে রওনা হয়েছে। এই ফ্লাইট দিয়েই এ বছর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আল মামুন ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম থেকে আজ প্রথম হজ ফ্লাইটে যাত্রী পরিবহন শুরু হয়েছে। বিকাল সাড়ে ৫টায় ৪১৮ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট রওনা দিয়েছে। এটি রাত পৌনে ১০টায় মদিনায় পৌঁছাবে। এবার মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি ফ্লাইট যাবে জেদ্দায় ও বাকি তিনটি মদিনায়। চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ৬ হাজার হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোন সূত্র জানিয়েছে, ২০২৪ সালে চট্টগ্রাম থেকে ৮ হাজার হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। ২০২৩ সালে গিয়েছিলেন ১০ হাজারের কিছু বেশি এবং ২০২২ সালে এই সংখ্যা ছিল ১২ হাজারের মতো। চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবারও এককভাবে দায়িত্ব পালন করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *