যাযাদি ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
আজ সোমবার ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। এর আগে আমেরিকার ‘কার্টার সেন্টার’-এর পরিদর্শক দলের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।
আওয়ামী লীগের নিবন্ধন প্রসঙ্গে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমরা এখনো সরকারের গেটেজ পাইনি। গেজেট এলে তখন সিদ্ধান্ত নিতে পারব। আনুষ্ঠানিকভাবে সরকারি সিদ্ধান্ত পাওয়ার পর সে অনুযায়ী পদক্ষেপ নেব।’
নিবন্ধন বাতিল হবে কি না সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এ এম এম নাসির উদ্দীন।
দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি। আজ সোমবারের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে অফিশিয়াল প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য বেগম জেসমিন টুলি গতকাল রবিবার বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া মানে সেই দল নির্বাচন কমিশন থেকে কোনো সুযোগ-সুবিধা পাবে না। ভোটার তালিকা পাবে না, নির্বাচনে প্রার্থী মনোনয়নও দিতে পারবে না। ব্যালট পেপারেও ওই দলটির জন্য প্রতীক বরাদ্দ হবে না। নিবন্ধন আপাতত বহাল থাকলেও নিবন্ধিত দলের তালিকায় ওই দলটির ক্ষেত্রে ‘যাবতীয় কার্যক্রম স্থগিত’ কথাটি লেখা থাকবে।