যাযাদি ডেস্ক
মঙ্গলবার থেকে ঢাকায় বইছে তাপপ্রবাহ। মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। গরমে অস্বস্তি ছিল জনজীবনে। আজ বুধবার দুপুরে বৃষ্টিতে স্বস্তি ফিরছে নগরজীবনে।
বুধবার রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মগবাজার, শাহবাগসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।
বুধবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হয় ঠান্ডা বাতাস। আকাশ ছেয়ে যায় কালো মেঘে। দুপুর আড়াইটার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
এর আগে সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।