Jaijaidin

ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মূলত কিয়েভ, দনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রোববার ভোরে রাশিয়া একযোগে ২৭৩টি ড্রোন পাঠিয়েছে। যা ২০২২ সালে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় হামলা।

এর আগে, ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির আগ মুহূর্তে ২৩ ফেব্রুয়ারি রাশিয়া ২৬৭টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছিল।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ৮৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং ১২৮টি ‘সিমুলেটর ড্রোন’ পথ হারিয়ে বিধ্বস্ত হয়েছে, তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করেনি।

প্রায় তিন বছর পর প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনার মধ্যেই এই হামলা চালালো রাশিয়া।

ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলের ওবুখিভ জেলায় ২৮ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

এ ছাড়া আহতদের মধ্যে একজন চার বছরের শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কিয়েভ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক টেলিগ্রামে বলেন, ‘শত্রুর হামলায় দুঃখজনকভাবে ওবুখিভ জেলায় এক নারী নিহত হয়েছেন।’

গত শনিবার ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে মস্কোর দাবি, সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছিল তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *